ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩১ আগস্ট) বিকেলে কাকনী ইউনিয়নের আউটদার স্কুল মাঠ প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।কাকনী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার এবং ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল।

এছাড়া আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, কাজি আব্দুল বাতেন, রাসেল মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, ওলামা দলের সাবেক আহ্বায়ক আতিকুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ এইচ এম জুয়েল, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মামুন সরকার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বকুল মন্ডল, হাবিবুর রহমান, জনাব আলী, এমদাদুল হক (হক মিয়া), আবু সাঈদ, মোখছেদুল মমিন, আমিনুল ইসলাম লিটন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুজিবুর রহমান, হেকমত বিডিআর ও মাসুদ করিম।সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীগণ পৃথক পৃথক মিছিল নিয়ে কর্মী সম্মেলনে যোগ দেন।আলোচনার আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আনোয়ার হোসেন।