রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ জেলেপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র জল দাস পরলোক গমন করেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার মাইনীমুখ ইউনিয়নের জেলেপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র জল দাসকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র জলদাস (৮৫) পিতা- জ্ঞান রঞ্জন জলদাস সোমবার রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাসায় বার্ধক্য জনিত কারণে পরলোক গমন করেন। 

লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ এর উপস্থিতিতে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফেরদৌস ওয়াহিদ এর নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এসময় লংগদু উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধাকে পারিবারিক ভাবে সমাহিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র জলদাস মৃত্যুকালে দুই কন্যা ও তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।