যশোরের শার্শায় জালিয়াতি ও প্রতারনাসহ ৩০টি মামলার
পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে আয়নালকে (৪৭) আটক করেছে পুলিশ। সে একাধিক
জালিয়াতি মামলার আসামি এবং আদালতের রায়ে ১ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ওরফে আয়নাল শার্শা উপজেলার বসতপুর গ্রামের মৃত
দুদু মিয়ার ছেলে।
শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বিশেষ
অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে
পলাতক ছিলেন এবং এলাকায় বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, আনোয়ার
হোসেন ওরফে আয়নাল একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে শার্শা থানাসহ
বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে তাকে খুজছিলাম। শেষ
পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হই।