যশোর সদরের শংকরপুর চোপদারপাড়া এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছেন যশোর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। যশোর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ রূপন কুমার সরকার জানান , গোপন সংবাদের ভিত্তিতে, ২৮ মার্চ গত মঙ্গলবার ভোর সাড়ে তিনটার সময়,যশোর সদরের শংকরপুর চোপদারপাড়া এলাকার শাহাদত হোসেনের লেদ মেশিন ঘরে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিজস্ব উপায়ে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি করা সময়, মোঃ শাহাদত হোসেনকে একটা রিভলবার, ০৪ রাউন্ড রিভলবারের গুলি, ০১ রাউন্ড ওয়ান শুটারগানের গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদীসহ গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামী দীর্ঘদিন যাবত আগ্নেয়াস্ত্র প্রস্তুত করে যশোরসহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছেন। আটককৃত আসামি হলেন যশোর সদরের শংকরপুর চোপদারপাড়ার শাহাজান দেওয়ানের ছেলে মোঃ শাহাদত হোসেন।অস্ত্র উদ্ধারের ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।