রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নের অভিযোগে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমার কর্মকারের সর্বোচ্চ শাস্তি, বহিষ্কার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা।

আজ সোমবার ( ১৮ আগষ্ট)  সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন করেন তাঁরা। এসময় ভুক্তভোগী শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা, শারীরিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করা, নির্যাতনকারী অধ্যাপককে বিভাগ থেকে স্থায়ী বহিষ্কার এবং দেশের প্রচলিত আইনের আওতায় বিচার করাসহ ১১ দফা দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থী। 

মানববন্ধনে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা বলেন, "একজন নারী শিক্ষার্থী বিভাগের শিক্ষকের কাছে যদি নিরাপদ না থাকে তাহলে কোথায় থাকবে? আমরা যৌন নিপীড়নকারী শিক্ষকের বহিষ্কার সহ  সর্বোচ্চ শাস্তি চাই যাতে ভবিষ্যতে এমন ঘটনা কেউ ঘটাতে না পারে।" 
'আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা এমন একটা বিশ্ববিদ্যালয়ের চেয়েছিলাম যেখানে শিক্ষার্থীরা তাদের পরিবারের মতো নিরাপদে থাকতে পারবে। কিন্তু তার উল্টোটা দেখতে পাচ্ছি।  তারা বলেন, আমরা যখন রাজপথে দাঁড়িয়েছি তখন দাবি আদায় না করে রাজপথ ছেড়ে দিবো না।"
এ সময় নির্যাতনকারী যেন কোনোভাবেই প্রাতিষ্ঠানিক বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পালিয়ে যেতে বা শান্তি এড়িয়ে যেতে না পারে, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃঢ় ব্যবস্থা ও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান  আন্দোলনকারী শিক্ষার্থীরা।