রংপুর জেলার মিঠাপুকুর  উপজেলার ওলামা মাশায়েখ পরিষদ ও তাওহিদী  জনতার উদ্যোগে  একযো‌গে ফিলিস্তিনে মুসলিমদের প্রতি নির্মম হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সোমবার ৭ এপ্রিল ২ টার সময় মিঠাপুকুর  উপজেলার ওলামা মাশায়েখ পরিষদ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় সাধারন মুস‌লিম ও তাওহিদী জনতার উদ্যোগে এক‌যো‌গে ফিলিস্তিনে মুসলিমদের প্রতি নির্মম হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্বে প্রদান করেন উপজেলার ওলামা মাশায়েখ পরিষদ সকল সদস্যবৃন্দ ও তাওহীদ জনতা।এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ ইসরাফিল মিয়া। 

এছাড়াও উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন সাধারণ তাওহিদী জনতা সহ অন্যান্যরা। 

বিক্ষোভ মিছিলটি মিঠাপুকুর ওভারব্রিজ শুরু করে থানার সামন দিয়ে গড়ের মাথা হয়ে পুনরায় ওভার ব্রিজ এসে শেষ হয়।ভিক্ষুক  সমা‌বে‌শে ফি‌লি‌স্তি‌নের মুস‌লিমদের প্রতি সংহ‌তি প্রকাশ ক‌রে উক্ত হামলার প্রতিবা‌দে ইজরাইলী পন‌্য বর্জনের ডাক দেয়া হয় এবং মানবতা বিরোধী লঙ্ঘনের  অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে  শাস্তির দাবি করে।