গতকাল ১৯ ডিসেম্বর (রবিবার) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম রংপুর বিশ্ববিদ্যালয় পুনর্বহলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

 বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের প্রধান তিনটি দাবি তুলে ধরেন এবং তা বাস্তবায়নে বিভিন্ন রকম স্লোগান দেন। শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম রংপুর বিশ্ববিদ্যালয় পুনরায় চালু করন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, এবং রংপুর বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করা। দাবিগুলো বাস্তবায়নে তারা বিভিন্ন রকম স্লোগান দেয়, যার মধ্যে উল্লেখযোগ্য স্লোগান গুলো হল পরিবর্তন নয়- পুনর্বহাল চাই, রংপুর বিশ্ববিদ্যালয় নাম -ফেরত দাও,দিতে হবে, শিক্ষার্থীদের গণরায় মেনে নাও - মানতে হবে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন দাবিগুলো তুলে ধরতে গিয়ে বলেন, ২০০৮ সালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করে সরকার রংপুর বিশ্ববিদ্যালয় নামে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকার ২০০৯ সালে আরেকটি অধ্যাদেশ জারি করে পূর্বের অধ্যাদেশ বিলুপ্ত করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নামকরণ করে রংপুরবাসীর সাথে প্রতারণা করেছেন। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রংপুর বিশ্ববিদ্যালয় ২৪ গণঅভ্যুত্থানের আতুর ঘর সেখানে ফ্যাসিস্ট সরকারের কোন চিহ্ন থাকতে পারে না। আবু সাঈদের এই বিশ্ববিদ্যালয়ে কোন ফ্যাসিস্ট এর চিহ্ন থাক তা আমরা মেনে নিতে পারি না। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব মিয়া বলেন, ২০০৯ সালে যদি অধ্যাদেশ বিলুপ্ত করে নতুন অধ্যাদেশ জারি করে রংপুর বিশ্ববিদ্যালয়কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রূপান্তর করা যায় তাহলে ২০২৫ সালে এসে পুনরায় পূর্বের অধ্যাদেশ বিলুপ্ত করে রংপুর বিশ্ববিদ্যালয় করতে সমস্যা কোথায়? এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮৫% শিক্ষার্থী ফেসবুকে তাদের মতামত দিয়ে রংপুর বিশ্ববিদ্যালয় নামটি পুনর্বহালের পক্ষে  মতামত দিয়েছে এবং দাবি করেছে। শিক্ষার্থীদের এ দাবি না মানলে শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলেও তারা জানান। বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস এর কাছে তাদের এ দাবিটি মেনে নেওয়ার জন্য তারা উদাত্ত আহ্বান জানান।