চট্টগ্রামের রাউজানে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে

চট্টগ্রামের রাউজানে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীবুল্লাহ পাড়ার ভাণ্ডারী কলোনিতে শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত যুবদল নেতার নাম মানিক। গুলিতে তার কোমর থেকে নিছের অংশ ঝাঁঝরা হয়ে গেছে। মুখে অস্ত্র ঢুকিয়ে গুলি করেছে বলেও একটি অসমর্থিত সূত্র থেকে জানা গেছে। রাউজানে একের পর এক খুনের ঘটনায় সাধারণ মানুষ আতংকে। পুলিশ প্রশাসন দিবা রাত্রি কাজ করলেও অপরাধ দমন করা যাচ্ছেনা। কি কারনে খুনের ঘটনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন বলে জানা গেছে। দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে নাকি দলিয় গ্রুপিং এর শিকার তা নিশ্চিত করতে পারেনি আইন প্রয়োগকারী কোন সংস্থা।