গত ১৪-০৩-২০২৫ নিজ নিজ বাড়িতে না থাকায় কুচক্রী দল পরিকল্পিতভাবে কাজ টি করে। তিনটি , পরিবারের বাড়ির প্রতিবেশী দের কাজ থেকে খবর টা পায় এবং তারা ঐ কুচক্রী দল এর নাম মুখে বলতে আতংকিত বোধ করেছে বলে জানিয়েছে। এবং তারা এটাও স্বীকারোক্তি দিয়েছেন যে, কুচক্রী দলটি তাদের নিজ গ্রামের ভিন্ন ভিন্ন মহল্লার আনুমানিক ১০ থেকে ১৭ জনের মতো ছিল।

রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি।। ১৪-০৩-২০২৫ তারিখ শুক্রবার রাত আনুমানিক ১১:৪৫ মিনিটের দিকে সুবর্ণগাতী গ্রামে কিছু দুঃচক্রী ৩ টি পরিবারের সদস্যরা কেউ বাড়িতে না থাকায় ক্রমাগত ভাবে বাড়ির গেটে তালা ভেঙে ঘরের ভেতর ঢুকে নিঃসংকুচ ভাবে ডাকাতি করে সোনা গহনা, টাকা‌, আসবাবপত্র, ফ্যান, টেলিভিশন ও নিত্য প্রয়োজনীয় অনেক কিছু লুট করে নিয়ে চলে যায়।

খোঁজ নিয়ে জানা যায় যে, ৩টি পরিবার হলো শাহ্জাহান সেক্রেটারি/ রাঙ্গাদের পরিবার, আরিফ এর পরিবার ও শাহজাহান আলী মুন্সী এর পরিবার। গত ১৪-০৩-২০২৫ নিজ নিজ বাড়িতে না থাকায় কুচক্রী দল পরিকল্পিতভাবে কাজ টি করে। তিনটি , পরিবারের বাড়ির প্রতিবেশী দের কাজ থেকে খবর টা পায় এবং তারা ঐ কুচক্রী দল এর নাম মুখে বলতে আতংকিত বোধ করেছে বলে জানিয়েছে। এবং তারা এটাও স্বীকারোক্তি দিয়েছেন যে, কুচক্রী দলটি তাদের নিজ গ্রামের ভিন্ন ভিন্ন মহল্লার আনুমানিক ১০ থেকে ১৭ জনের মতো ছিল।

ঐ ৩ টি পরিবার রায়গঞ্জ উপজেলার, ব্রহ্মগাছা ইউনিয়নের সুবর্ণগাতী গ্রামের( ১) মোঃ রাঙ্গা খাঁন একজন বিশিষ্ট ইট/বালি/ট্রাক ব্যবসায়ী ও সাথে একজন প্রভাষক (২) মোঃ আরিফ খাঁন একজন ব্যবসায়ী ও ( ৩) মোঃ শাহ্ জাহান আলী খাঁন একজন বিশিষ্ট ব্যবসায়ী।