“পরিকল্পিত বনায়ন করি-সবুজ বাংলাদেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা।

বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষ্যে মঙ্গলবার (০৮ জুলাই) সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ সময় সামাজিক বন বিভাগ ফরিদপুর অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দস ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ এস,এম মাসুদ, সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। এ সময় বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন বক্তারা।

পরে সেখান থেকে বের করা হয় একটি র‌্যালী। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহরের আজাদী ময়দানে শেষ হয়।

এ সময় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন আগত অতিথিরা। সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলায় মোট পনেরটি স্টল স্থান পেয়েছে। মেলা শেষ হবে আগামী ১৪ জুলাই।