বিএনপি থেকে আসা আলোচিত ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর বীর উত্তমকে প্রধান আসামি করে ৫৩ জনের নাম উল্লেখ পূর্বক রাজাপুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিএনপি থেকে আসা আলোচিত ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর বীর উত্তমকে প্রধান আসামি করে ৫৩ জনের নাম উল্লেখ পূর্বক রাজাপুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।গত শুক্রবার (২২ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও দেড়শ জন। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন শনিবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় আ’লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির, রাজাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা মনিরউজ্জান ও হোসেন শহীদ জিলানী মিলন মাহমুদ (বাচ্চু মৃধা), উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন সহ ৫৩ জনের নাম উল্লেখ করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর ২০২৩ তারিখ সকালে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে ১নং আসামীর নির্দেশে দেশীয় অস্র-সস্ত্র ও ককটেল নিয়ে কার্যালয়ের ভিতরে ডুকে অন্য আসামিরা নেতামর্কীদের উপর অতর্কিত হামলা চালানো ও ককটেল বিস্ফোরন করা সহ বিভিন্ন অভিযোগ এনে এ মামলা দায়ের করেন।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ মামলায় লাল মৃধা নামে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।উল্লেখ্য, সাবেক এমপি ব্যারিষ্টার শাহজাহান ওমরকে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেফতার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।