রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২:৩০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং প্যালেস্টাইনের জনগণের প্রতি সমর্থন ও সহমর্মিতা প্রকাশ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মো. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ এবং বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, রাবির মতো একটি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সবসময় অন্যায়, নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে অবস্থান নেয়। তারা বলেন, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ গড়ে তোলা এখন সময়ের দাবি, এবং মুসলিম উম্মাহসহ সমগ্র বিশ্ববাসীর উচিত এ বর্বরতার বিরুদ্ধে একতাবদ্ধ হওয়া।

সমাবেশে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর মো. মাহফুজুর রহমান আখন্দ গাজা নিয়ে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, উপ-রেজিস্ট্রার মো. আবদুল মালেক এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও বক্তব্যে গাজাবাসীর প্রতি সংহতি জানান।

সমাবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি পথনাট্যও মঞ্চস্থ হয়, যা গাজায় চলমান মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরে।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।

বক্তারা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ এবং মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিগগিরই স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের অভ্যুদয় ঘটবে।