সাঙ্গু ইউনিয়ন  চট্টগ্রাম এর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রামপুরা ডিসি সড়কে অসমাপ্ত কাজ পুনরায় শুরু হলো।যা "সাঙ্গু ইউনিয়ন" সদস্যরা তাদের নিজেদের  প্রথম সাফল্য বলছেন। বাঁশখালী, পুকুরিয়া-চরতির মিলিয়ন মেলায় অবস্থিত রামপুরা সড়কের অসমাপ্ত কাজ পূণরায় চালু হয়েছে। ঠিকাদার সহ বিভিন্ন মহলের দূর্নীতির কারণে দীর্ঘদিন থেকে টেন্ডার হওয়া কাজটা অসমাপ্ত রেখে চলে যায়। সেই থেকে সাঙ্গু ইউনিয়ন চট্টগ্রাম এর সদস্যরা মুরাদপুর LGED অফিসে তিনবার যোগাযোগ করে "সাঙ্গু ইউনিয়ন " এর প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার ড. সানাউল্লাহ চৌধুরী স্যার এলাকার মেম্বার, চেয়ারম্যান, উপজেলার দায়িত্বরত প্রকৌশলী সহ দায়িত্বরত উপর মহলের অনেকজনকে চাপ সৃষ্টি করেছেন। গত শুক্রবার "চট্টগ্রাম প্রতিদিন" এর সাংবাদিক নিয়ে রিপোর্ট করা হয়েছে, ইউনিয়নের দু'জন ইউপি সদস্য সহ যাত্রীদের কাছ থেকে ভোগান্তি সম্পর্কে রিপোর্ট নেওয়া হয়। তারই সুবাদে দীর্ঘদিন পরে আজকে পূণরায় কাজ শুরু করা হচ্ছে।
সর্বশেষ গতকাল সাঙ্গু ইউনিয়ন চট্টগ্রাম এর সংগঠনের জরুরি সদস্য বৈঠক সম্পন্ন করে শহরে ফেরার সময় গাড়িতে বসা অবস্থায় জনাব সানাউল্লাহ চৌধুরী উপজেলা প্রকৌশলী   সহ কয়েকজনের সাথে কথা বলে জোরেশোরে চাপ দিয়েছেন। যার প্রেক্ষিতে অসমাপ্ত কাজ পুনরায় শুরু হলো এরই মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে মনে করা হচ্ছে।