কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে টিপু মিয়া (২৯)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত টিপু নরসিংদী শিবপুর উপজেলার  ব্রাজেরকান্দি এলাকার চাঁন মিয়ার ছেলে । 
সোমবার  (১৪জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রামু উপজেলার দক্ষিণ  মিঠাছড়ি ইউনিয়নের চাইল্যাতলী বারাইয়াপাড়া এলাকা এ দুর্ঘটনা ঘটে।    কক্সবাজার  আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ  গোলাম রব্বানী  জানান ,  ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটন এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম  করার সময় এ দুর্ঘটনা ঘটে। 
রামু থানার পরিদর্শক (তদন্ত)  মোহাম্মদ  ফরিদ বলেন,  ঘটনাস্হল পরিদর্শন করা হয়েছে, মরদেহ  উদ্ধার করে আইনগত  ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।