ঢকা -বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড নামক স্থানে যাত্রীবাহি "ইকরা" নামক একটি বাস সামনের একটি বাসকে ওভারটেক করার সময় পূর্ব সদরদী বাসস্ট্যান্ডের রাস্তার বাক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়

ঢকা -বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড নামক স্থানে  যাত্রীবাহি "ইকরা" নামক  একটি বাস সামনের একটি বাসকে ওভারটেক করার সময় পূর্ব সদরদী বাসস্ট্যান্ডের রাস্তার  বাক এলাকায়  নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়।  এসময় বাসে থাকা ৪৫ জন যাত্রীর মধ্যে অন্তত প্রায় ২০/২২ জন যাত্রী আহত হয়। আহতদের স্থানীয় জনগণ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ভাঙ্গা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। মঙ্গলবার (২০ মে) সকাল ১০ টার দিকে  ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল  মহাসড়কের পূর্ব সদরদী বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।  
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে  পৌছে উদ্ধার অভিযান চালায়। এসময় মহাসড়কজুড়ে প্রায় ২থেকে ৩ঘন্টা ঘন্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান পূর্বসদরদী নামক  স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে এখানে রাস্তার একটি বড় বাঁক রয়েছে,,৷ রাস্তা সংস্কারের সময়ে এই বাঁক সোজা করা অতি জরুরী,,,  এবং বাসস্ট্যান্ডের দুই পাশে প্রশস্ত করা হলে দুর্ঘটনা অনেকটাই কমবে বলে আমি মনে করি। কারণ এখানে প্রতি মাসেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।  
বাস চালক,, খালেক মিয়া বলেন রাস্তা প্রশস্তকরণের কাজ চলিতেছে, তবে বাক সোজা করা অতি জরুরী ছিল এবং রাস্তায় চলমান কাজের কোথায় কোথায় গর্ত আছে বা  কোথায় ভালো আছে এ বিষয়ে কোন সতর্কীকরণ ফ্লাগ বা চিহ্ন রাস্তায় নেই। যার কারনে ড্রাইভাররা বুঝতে পারে না রাস্তার পরিস্থিতি কি। সতর্কীকরণ দিক নির্দেশনা মূলক চিহ্ন থাকা খুবই জরুরী সতর্কতা মূলক সিগন্যাল  বা দিকনির্দেশ না থাকলে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না।  
আহতরা হলেন, পটুয়াখালী জেলার আব্দুর রশিদের ছেলে মো: সজিব (২৫), আমতলী  বরগুনার পূর্বটিলা গ্রামের মো: রনির স্ত্রী  সুইটি বেগম (২১), ভোলার কালপুরা থানার  আটুয়া গ্রামের আলকাজ কাজীর ছেলে  মিরাজ কাজী  (৩২), গোপালগঞ্জ কাশিয়ানী চরঘাট গ্রামের মোশাররফ শেখের মেয়ে  খাদিজা আক্তার (২৩), এছাড়াও বাসের হেলপারসহ (অজ্ঞাত) আরও ১৬ জন নারী  পুরুষ আহত হওয়ার খবর পাওয়া  গেছে।
 ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রোকিবুজ্জামান জানায়, ঢাকা থেকে  বরিশালগামী  ইকরা পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস ওভারটেক করার সময়  নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে  ছিটকে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা  প্রায় ৪০-৪৫ জন যাত্রীর মধ্যে ২০/২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে এ দূর্ঘটনায় কেউ মারা যায়নি। 
দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।