দীর্ঘ ৪০ বছর পরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে রায়পুর বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) এই নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন নতুন নেতৃত্ব। সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে ভোটকেন্দ্র।
নির্বাচনের ফলাফলে বিজয়ীরা হলেন- সভাপতি সাইফুল ইসলাম মুরাদ (প্রতীক: চেয়ার), সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান (প্রতীক: বালতী), সহ-সভাপতি হাজী মো. সফিকুল ইসলাম (প্রতীক: ক্যামেরা), সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (প্রতীক: ছাতা), যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল মালেক (প্রতীক: ভ্যান গাড়ি), সাংগঠনিক সম্পাদক জিয়া উল্যাহ মামুন (প্রতীক: জগ), দপ্তর সম্পাদক জহির হোসেন (প্রতীক: ডাব), প্রচার সম্পাদক মোকতার হোসেন (প্রতীক: মাইক), ক্রীড়া সম্পাদক মো. সোহেল (প্রতীক: ক্রিকেট ব্যাট), পাঠাগার ও লাইব্রেরী সম্পাদক(প্রতীক: কলম), কোষাধ্যক্ষ মো. জসিম (প্রতীক: পাঞ্জাবি) ও সমাজ সেবা মাওলানা মামুনুর রশিদ (প্রতীক: দোয়েল)।
এছাড় সদস্য হলেন- আবুল হাসেম (প্রতীক: আপেল), তানভীর হাসান (প্রতীক: উড়োজাহাজ), মো. ওমর ফারুক (প্রতীক: টেবিল) ও খায়রুল আলম (প্রতীক: হাতি)।
নব নির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম মুরাদ বলেন, রায়পুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে আমাকে ভোট দিয়ে বিজয়ী করায়, আমি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী আলমগীর হোসেন বলেন, এই নির্বাচনের সব প্রার্থীই ছিলেন মেধাবী ও যোগ্য। নির্বাচিত হোক বা না হোক, আমরা সবাই মিলে একসাথে রায়পুরের ব্যবসায়িক পরিবেশের উন্নতির জন্য কাজ করবো। এখানে জয়ের কিছু নেই-এটি সম্পূর্ণরূপে আমার দ্বায়িত্ব।
জানা জায়, দীর্ঘ ৪০ বছর পর ব্যবসায়ীদের এই নির্বাচন হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সকাল থেকে রাত ১২টা পর্যন্ত প্রার্থীদের প্রচার প্রচারণা ছিলো চোখে পড়ার মতো । পুরো বাজার জুড়ে ব্যানার পোস্টারে এক অন্যরকম শহর মনে হয়েছে । ১৬টি পদে মোট ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।
এতে ১৬২৫ জন ট্রেড লাইসেন্সধারী ভোটারের মধ্যে ১৫১৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে সকল প্রার্থীদের সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি, তাই সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।