আজ ৭ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ফরিদপুর এর কাফুরায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং আহত হয়েছেন আরো চারজন।

আজ ৭ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ফরিদপুর এর কাফুরায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস দুর্ঘটনায় পাঁচজন  নিহত এবং আহত হয়েছেন আরো চারজন। এলাকাবাসী জানায়, মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে ওই মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সিবাজারের দিক আসছিল। এ সময় দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনজন ঘটনাস্থলে মারা যান। ফরিদপুর বর্ধিত পৌরসভার মুন্সি বাজার থেকে সদর উপজেলার গেরদা ইউনিয়ন এর কাফুরা-গেরদা সড়কে রেললাইন পার হওয়ার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।মাইক্রোবাসটি রেললাইন পার হওয়ার সময় মধুমতী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রো বাসটি দুমড়ে মুচড়ে খাদে পরে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। অন্য দুজনকে হাসপাতালে নেয়ার পর মারা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনাস্থলে কোতোয়ালি থানা পুলিশের টিম ও উপস্থিত রয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়,হাসপাতালে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন। রেল কর্তৃক অনুমোদিত না হওয়ায় এ রাস্তায় রেললাইন পার হওয়ার জন্য কোনো সিগন্যাল নেই, আছে শুধু স্পিডব্রেকার। চলাচলের রাস্তায় উভয় পাশে দোকানপাট রয়েছে। ট্রেন আসার সময় গাড়ি থেকে সহজে বোঝা যায় না। এ অবস্থায় গেটম্যান দেওয়া জরুরি। না হলে এ ট্রেন ও যানবাহনের সংঘর্ষের দুর্ঘটনা কমার সম্ভাবনা খুবই কম বলে মনে করেন এলাকাবাসী।