পাহাড়ের জেলা রাঙ্গামাটির দূর্গম লংগদুতে উপজেলা শিক্ষা অফিসার(প্রাথমিক) এম কে ইমাম উদ্দীন এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২ জুলাই (বুধবার) বেলা ১২.০০ টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকাদের আয়োজনে উপজেলা শিক্ষা কর্মকর্তা এম কে ইমাম উদ্দীন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উগলছড়ি মহাজনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা প্রকৌশলী শামসুল আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহনেওয়াজ ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর (অ:দা:) মোঃ মোবারক হোসেন।
এসময়ে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক /শিক্ষিকাগণ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ বলেন, প্রাথমিক শিক্ষা নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকেই চিন্তা করতে হয়, তিনি প্রশাসনিক ভাবে যেমন একজন দক্ষ কর্মকর্তা ছিলেন, তেমনি একজন সৎ, আদর্শ ও ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। অবসরকালীন সময়ে তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি।