গত ২০ বছরে এইধরনের বন্যা পরিস্থিতির মুখোমুখি না হওয়ায় মানুষ অপ্রস্তুত ছিল।ফলে টানাবৃষ্টির পানি এবং নদীর নাব্যতার তারতম্যের কারণে লক্ষ্মীপুর প্লাবিত হয়েছে। আটকা পড়েছে লক্ষ লক্ষ মানুষ। ফেনী জেলা সহ ভিন্ন জেলা উদ্ধারকর্মী, ত্রান এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ পৌছায়নি। তবে স্থানীয়রা নিজস্ব চেষ্টায় প্রতিবেশীদের সাহায্য ও উদ্ধার চলমান রেখেছে। এবং রেড ক্রিসেন্ট সোসাইটি োো অন্যান্য সামাজিক সংগঠন।

লক্ষ্মীপুর একটি বি-ক্যাটেগরি ৪ টি উপজেলা বা সংসদীয় আসন নিয়ে বাংলাদেশের মানচিত্রে একটি উল্লেখ্য জেলা।গত কয়েকদিনের টানাবৃষ্টি, নোয়াখালী জেলার পানি প্রবাহ এবং কাপ্তাই হ্রদের গেট খুলে দেয়ার ফলে লক্ষ্মীপুর জেলার বাসিন্দারা পানিবন্দি হয়েছে।

গত ২০ বছরে এইধরনের বন্যা পরিস্থিতির মুখোমুখি না হওয়ায় মানুষ অপ্রস্তুত ছিল।ফলে টানাবৃষ্টির পানি এবং নদীর নাব্যতার তারতম্যের কারণে লক্ষ্মীপুর প্লাবিত হয়েছে। আটকা পড়েছে লক্ষ লক্ষ মানুষ। ফেনী জেলা সহ ভিন্ন জেলা উদ্ধারকর্মী, ত্রান এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ পৌছায়নি। তবে স্থানীয়রা নিজস্ব চেষ্টায় প্রতিবেশীদের সাহায্য ও উদ্ধার চলমান রেখেছে। এবং রেড ক্রিসেন্ট সোসাইটি োো অন্যান্য সামাজিক সংগঠন। 

লক্ষ্মীপুর জুড়ে  বন্যা কবলিত এলাকায় উদ্ধার,প্রাথমিক চিকিৎসা, খাদ্য সামগ্রী বিতরণ করছে যুব রেড ক্রিসেন্ট লক্ষ্মীপুর ইউনিট এর স্বেচ্ছাসেবকরা । উদ্ধার কালীন সময় রায়পুর উপজেলা থেকে ২৮ দিনের একটি নবজাতক সহ- পুরো পরিবারকে নিরাপদে সরিয়ে নেয়। একই উপজেলায় একটি গর্ভবতী নারীকে হাসপাতালে নিয়ে যায় স্বেচ্ছাসেবকরা  ওই সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা ফায়ার সার্ভিস এর একটি দল। হট লাইন নাম্বারে ফোন আসলেই সাধ্য অনুযায়ী উদ্ধার কাজে  ছুটে যায় স্বেচ্ছাসেবকরা যে কোনো জরুরি প্রয়োজনে কল করুন যুব রেড ক্রিসেন্ট এর  হট লাইন নাম্বারে।