নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গোলাগুলির ঘটনায় চেষ্টা মহিলাসহ গুলিবিদ্ধ হয়েছে ৪(চার)জন। রবিবার (৩রা সেপ্টেম্বর২০২৩) সকাল ৬টার দিকে বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। সূত্রে জানা গেছে,রসুলপুর গ্রামের রহমত আলীর ছেলে রাজ্জাকের সাথে বাকনাই গ্রামের আবু বকর(৫৫)এর রসুলপুর মৌজার জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল এরই ধারাবাহিকতায় আবু বকরের পক্ষে বাকনাই গ্রামের বাবু(৩০),আমানুল (৩৫),মোহরকয়া গ্রামের মহসিন(৪৫),
আওয়াল (২০),হাসেম(৪০), কবির(৪৫)গন অবৈধ অস্ত্রসহ জমি দখল করার জন্য রসুলপুর মৌজাই গেলে আব্দুর রাজ্জাকের পক্ষের লোকজন ধাওয়া করলে বাবুর হাতে থাকা অবৈধ শর্টগান দিয়ে এলোপাথাড়ি গুলি করলে মোহরকয়া গ্রামের আফাজ আলীর ছেলে আসাদ (৩০), ফজলের ছেলে বজলুর রহমান(৩৩),শাহাদাতের ছেলে হান্নান (৪০),এবং আফাজ উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম (৫০)গুলিবিদ্ধ হয়।
পরে আহতদের আত্মীয়-স্বজন তাৎক্ষণিক লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আসাদ, বজলু ও হান্নানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আসাদ ও হান্নানের বাম পায়ের উরুতে বজলুর ডান পায়ে উরুতে ও হাসিনার মাথায় গুলি লেগে গুরুতর আহত হয়। হাসিনা লালপুর উপজেলা স্বাস্থ্ কমপ্লেক্সে ভর্তি আছেন।