রংপুর মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যান ও মোটরবাইক মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। ১৪-০৫-২৫ ইং রোজ বুধবার সকাল ১০টার দিকে শঠিবাড়ী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।উপস্থিত ,মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান রংপুর মুখী ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা তিনজন মোটরসাইকেল আরোহীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই একজন মোটরসাইকেল আরোহী নিহত হন এবং অপর দুই আরোহী গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।ঘটনাস্থলে একজন নিহত হয়।৩ জনেই মিঠাপুকুর উপজেলার ৮নং ইউনিয়নের বাসিন্দা। নিহত ব্যক্তির নাম সিহাব মিয়া,পিতা:মজনু মিয়া,জালাদিপুর।আহতরা রেজোয়ান মিয়া, পিতা: আবু বক্কর, গ্রাম:জালাদিপুর ও মনিরুজ্জামান, পিতা: আব্দুল কাদের জিলানি, গ্রাম: রামেশ্বরপুর মুন্সিপাড়া।আহতদের উপস্থিত জনগণ  স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থা দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।দুর্ঘটনার পর স্থানীয় জনতা দ্রুত উদ্ধার তৎপরতায় অংশ নেয় এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করে হাইওয়ে পুলিশ।
স্থানীয়রা জানান,শঠিবাড়ী ফিলিং স্টেশন সংলগ্ন এ সড়কটি অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ এবং আগে বহুবার দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত সড়কটিতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।রাস্তার উন্নয়নের কাজ চলমান।শঠিবাড়ী বন্দরে রাস্তার কাজ দ্রুত শেষ  করার জন্য স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জোর দাবি জানিয়েছে।