ইসলামী ছাত্রশিবিরের ২০১তম শহীদ এনামুল হক লালুর ১১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে লোহাগাড়ার বড়হাতিয়ায় ইউনিয়ন পরিষদের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।বড়হাতিয়া আদর্শ থানা শাখার সভাপতি দিল মুহাম্মদ এর সঞ্চালনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমানের সভাপতিত্বে আয়োজিত সভার উদ্বোধন করেন শহীদ লালুর পিতা কামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার আমীর আসাদুল্লাহ ইসলামাবদী।এছাড়া বক্তব্য রাখেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের সেক্রেটারি ডি.এম. আসহাব উদ্দিন, জেলা দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক ইয়াছিন আরফাত, বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত সভায় বক্তারা বলেন, শহীদ এনামুল হক লালু ইসলামী আন্দোলনের কর্মীদের ও তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা।তিনি ছিলেন সাহসী,ন্যায়,আদর্শবান ও ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত কর্মী।তাঁর আদর্শ অনুসরণ করে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিতে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানান।