অন্যায়ের বিরুদ্ধে বিজয়ের আবহেই এসেছে এবারের পহেলা বৈশাখ। চারদিকে উৎসবের রঙ, মুখে মুখে শুভেচ্ছা, কিন্তু এর মাঝে রয়েছে এক আশার বার্তা। সে বার্তা বদলে যাওয়ার, নতুন দেশ গড়ে তোলার। এসব আশা নিয়ে বেনাপোল ও শার্শায় ব্যপক উৎসাহ উদ্দিপনা ও বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে উদযাপন হয়েছে বাংলা নববর্ষ। রাজনৈতিক, সামাজিক, স্কুল কলেজ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনটি দিনটি উদযাপন করেছে।
শার্শা বেনাপোলে সকল মানুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে উদযাপন করছে বাংলা নতুন বছর ১৪৩২। পুরোনো সব ব্যর্থতা ভুলে গিয়ে, নতুন আশায় ও সবার মঙ্গল কামনায় জমে উঠছে নববর্ষের উৎসব। নববর্ষকে স্বাগত জানিয়ে চারদিকে ধ্বনিত হয়েছে ‘এসো হে বৈশাখ, এসো এসো...
সকাল সাড়ে ৯ টার সময় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এর নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু শেষ হয় বৈশাখ উদযাপন।
এর আগে সকাল সাড়ে ৭ টার সময় বেনাপোল দিঘিরপাড়ে বর্ণাঢ্য র্যলি ও পান্তা ইলিশ, ভর্তা কাচা মরিচ পেয়াজ দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করে বেনাপোল পৌর বিএনপির সদস্য মফিজুর রহমান পিন্টুর নেতৃত্বে।
এরপর সকাল ৮ টার সময় বেনাপোল হাইস্কুল ও সরগম একাডেমি বর্ণঢ্য র্যালির মধ্যে দিয়ে দিনটিকে উদযাপন করেছে।
শার্শা উপজেলা শোভা যাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিল বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, শার্শা উপজেল বিএনপির সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু শার্শা উপজেলা বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক শহিদ আলী প্রমুখ।
বেনাপোল সরগম সংগীত ও পাঠাগার এর সৌজন্য বিকাল ৫ টার সময় বেনাপোল হাইস্কুলে মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
এসময় ওই সংগঠনের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন।