সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ১৯/০৫/২০২৫ খ্রিঃ ১১.০০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ সাজিব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে একটি, হলুদ রংয়ের ছোট পিকআপ যার রেজিঃ নং (সিলেট মেট্রো ন-১১-২০৩০) যার মূল্য আনুমান ৭,00,000 /- (সাত লক্ষ) টাকা।
পিকআপটিকে তল্লাশীকালে পিকআপ থেকে ভারতীয় ৫,৫১০ পিস Skin Shine ক্রিম যার আনুমানিক মূল্য ১২,১২,২০০/- (বার লক্ষ বার হাজার দুইশত) টাকাসহ ১। মোঃ সোহান আহমদ (২২), পিতা- মৃত খলিল উদ্দিন, মাতা- ছায়ারুন নেছা, সাং-দেওয়ারগ্রাম , থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট
২। মোঃ তানজিল (২২), পিতা- মৃত ফয়জুর রহমান, মাতা-তারাবানু বিবি, সাং-পুকাশ (জালাল মৌরীর বাড়ী), থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেটদ্বয়‘কে ডিআই পিকআপসহ গ্রেফতার করা হয়। উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানার এফআইআর নং-১৩, তারিখ-১৯/০৫/২০২৫ খ্রিঃ, ধারা-Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D রুজু করা হয়।
আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।