আজ রবিবার (৩ আগস্ট) সকালে রাজধানীর শাহবাগ এলাকা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশস্থল উৎসবমুখর হয়ে উঠেছে।

সমাবেশ শুরু হওয়ার আগেই স্লোগান আর মিছিলের মধ্য দিয়ে কর্মীরা উজ্জীবিত হয়ে ওঠেন।

সকাল থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন। তাদের কণ্ঠে শোনা যায়, ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘খালেদা জিয়া ভয় নাই’, ‘জিয়ার সৈনিক এক হও’—এমন সব উদ্দীপনামূলক স্লোগান। কর্মীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাবেশস্থলে এক ভিন্ন আমেজ তৈরি করেছে।

সমাবেশে যোগ দিতে আসা উচ্ছ্বসিত একাধিক কর্মী জানান, সমাবেশ শুরু হতে কিছুটা দেরি হলেও তারা স্লোগানের মাধ্যমে কর্মীদের মধ্যে উদ্দীপনা ধরে রেখেছেন। একই সঙ্গে তারা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাদের প্রতিরোধের বার্তা দিচ্ছেন। তাদের দাবি, এই বাংলায় স্বৈরাচারের কোনো স্থান নেই।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, তারা স্বৈরাচারের বিরুদ্ধে অতীতে যেভাবে আন্দোলন করেছেন, ভবিষ্যতেও সেভাবে মাঠে থাকবেন। দেশ ও গণতন্ত্রবিরোধী কোনো শক্তির সঙ্গে তারা আপস করবেন না। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা পায়ে হেঁটে সমাবেশে যোগ দিচ্ছেন বলেও জানান তারা। সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত এই উদ্দীপনা ও স্লোগানের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।