চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের আয়োজনে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। সোমবার বিকেল শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বারিউল ইসলাম তুষারের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুখলেসুর রহমান।

১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল।
এসময় নেতৃবৃন্দ বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণমানুষের মুক্তি তথা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে আসছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিগত আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগে বলীয়ান হয়ে নতুন বাংলাদেশ গড়া হবে। এ জন্য ছাত্ররাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের ছাত্রদলে স্থান হবে না। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র নিয়মিত ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে এটা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার। গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির ‘ভ্যানগার্ড’ হিসেবে পরিচিতি পায়। শিক্ষা, ঐক্য, প্রগতির পতাকাবাহী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। 
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জাহান(সেন্টু), শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলামসহ ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির নেতৃবৃন্দ।