নরসিংদীর শিবপুরে জুয়া খেলার সময় ৭ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) দুপুরে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর বাজারের উত্তর পাশে একটি কলাবাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুল নাজিরের কলাবাগানের ভেতর জুয়া খেলায় লিপ্ত অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চর আলিনগর গ্রামের মৃত সফিজ উদ্দিনের ছেলে দৌলত হোসেন (৩৮), একই ইউনিয়নের মৃত ইসরাফিলের ছেলে খোরশেদ আলম, মনোহরদী উপজেলার হরিনারায়ণপুর গ্রামের মৃত রাফিজ উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৪৫), মানিকদী গ্রামের নুর ইসলামের ছেলে আলামিন, শিমুলিয়ার মৃত আলাউদ্দিনের ছেলে মুকসিন (৪৪), শিবপুরের লাখপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে সেলিম (৩৫) এবং একই এলাকার মৃত আলী আহমেদের ছেলে সুরুজ (৫২)।
আটকের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের নরসিংদীর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে জুয়ার আসর বসত। পুলিশের এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।