গ্রামস্থ পূর্ব মোল্লাপাড়া মুনছুরাবাদ মিয়া বাড়ির মসজিদ এর দক্ষিণ পাশে তালিমুল কোরআন একাডেমি'র বাচ্চাদের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র, শীত সুরক্ষা সামগ্রী ও শিক্ষা সামগ্রী।এই উদ্যোগের অংশীদার হিসেবে ছিল চট্টগ্রাম জেলার International Youth Change Maker ও Lal Sabuj Society এর একান্ত প্রচেষ্ঠা ও সহযোগিতার কারণে উক্ত আয়োজন সফল করতে কাজ করেছে চট্টগ্রাম জেলার IYCM ও LSS টিমের একঝাঁক উদ্যমী সাহসী কর্মঠ ভলান্টিয়ার।এটি শুধু উপহার নয় বরং তাদের প্রতি একটি উষ্ণ মানবতার বার্তা ও ভালোবাসা। প্রতিটি শিশু তার শৈশব কাটাতে পারে আরামে ও উষ্ণতায়,আনন্দে।শিশুদের মুখে হাসি ফোটানোই প্রকৃত সাফল্যে,এতে আনন্দ নিহিত হয়।সমাজের তরুণেরা যদি একটুও হলে নিজ উদ্যোগে এগিয়ে আসে তাহলে ভেদাভেদবিহীন সমাজ তৈরি হবে অল্পতেই,গড়ে ওঠবে সুন্দর মানবিক পৃথিবী।সবাই মিলে নতুন প্রত্যয় গড়ে তুলি।অসহায়,অবহেলিত,সুবিধাবঞ্চিত, পথশিশু ও নিঃস্বদের পাশে দাঁড়াই।একসাথে আমরাও পারি নতিন ভবিষ্যৎ তৈরি করতে।