শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বাঁশতলা এলাকায় বিশ্ববাজার রোডে বাসচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। তারা দুর্ঘটনাকবলিত শাম্মী ডিলাক্স বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং রাস্তায় ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে রাখে। এতে করে শেরপুর-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলমান রয়েছে এবং পরিস্থিতি উত্তপ্ত রয়েছে বলে জানা গেছে।