শেরপুর সদর উপজেলার লছমনপুর ইলশা পশ্চিম পাড়া ও বলাইরচর ইউনিয়নের আমতলী চৌরাস্তা মোড়ে মাদকের বিস্তার রোধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ মে বুধবার সকাল সাড়ে ১০টায় "সবাই মিলে আওয়াজ তুলি, মাদক মুক্ত দেশ গড়ি" স্লোগানে এ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় বাসিন্দা ও ছাত্র-জনতা।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ব্যবসায়ীরা অল্প বয়সী যুবকদের মাদকাসক্ত করে তুলছে, যা সমাজে অপরাধের হার বাড়াচ্ছে। তারা প্রশাসনের প্রতি মাদক কারবারি ও সেবীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ, জংলদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম, ইলশা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজিজুল হক, নব দিগন্ত পাবলিক স্কুলের শিক্ষক মো. আ. আজিজ, জান্নাতুল বাকী মাদ্রাসার পরিচালক উমর ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮নং লছমনপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোখলেছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা প্রশাসনের প্রতি মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং সমাজের প্রতিটি স্তরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন।