প্রতিবছরের ন্যায় সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে রামাদ্বান ফুড প্যাক পৌছিয়ে দিয়েছে গংগাজল স্বপ্নছোয়া ছাত্র পরিষদ।অর্ধশত পরিবারে ফুড প্যাক বিতরণ করা হয়েছে।ফুড প্যাক বিতরণ করেন পরিষদের দায়িত্বশীল কাওছার আহমদ, আহমেদ নাজিম,হাফিজ কামরুজ্জামান,মাহবুব সুলতান,তায়্যিব আহমদ সহ অন্যান্য সদস্যবৃন্দ। নেতৃবৃন্দ বলেন,আল্লাহ সমাজে এক শ্রেনীর মানুষকে অনেক বেশি দুনিয়াবী সুখ-স্বাচ্ছন্দ ভোগ করার নিয়ামত দিয়েছেন,ঠিক বিপরীত ভাবে আরেক শ্রেনীর মানুষকে আল্লাহ দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন।স্বচ্ছল মানুষের সম্পদের প্রতি আল্লাহ হক রেখেছেন অস্বচ্ছল মানুষের। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।আমরা মনে করি'অপরের কষ্ট দূর করার মাঝে রয়েছে মহত্ত্বের প্রকৃত নির্যাস' যারা স্বপ্নছোয়া ছাত্র পরিষদে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পাশাপাশি আগামীতেও যাতে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াতে পারেন সেই দোয়া কামনা করেন শুভাকাঙ্ক্ষীদের প্রতি।