গাজীপুরের শ্রীপুরে ভবনের নির্মাণ কাজের দূর্ঘটনার শিকার হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল (৯) ঘটি কার সময় উপজেলার বরমী বাজারের পাশে বরমী পশ্চিম পাড়া এলাকায় কাপড় ব্যবসায়ী মোঃ ফাইজ উদ্দিনের নির্মাণাধীন বাড়িতে এই দূর্ঘটনা ঘটে 
এ ঘটনায় ওই ভবনে ভাঙচুর চালিয়েছেন উত্তেজিত জনতা। দূপূব ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে দুই দফা ভাঙচুর চালায় তারা। শ্রমিকদের মৃত্যুর ঘটনায় ভবন মালিকের অবহেলা আছে বলে দাবি এলাকাসীর। নিহত শ্রমিকের নাম মোঃ রহিছ উদ্দিন (৩৫)। তিনি শ্রীপুর উপজেলার বালিয়া পাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন নকশা অনুযায়ী এই ভবনের ফটক অন্য দিকে ছিল। কিন্তু এই ভবনে হাসপাতাল করার সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ।এ জন্য নকশা বহির্ভূত ভাবে আরেক দিকে ফটক তৈরি করা হয়। এক্ষেত্রে ভবন মালিকের অবহেলা আছে বলে এলাকাবাসী জানান।এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস না পেলে লাশ নিয়ে যেতে দেয়া হবে না বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে জানতে চাইলে ভবনের ঠিকাদার মোঃ ফজলুর রহমান বলেন ভবনের গেটের উপরের স্লাব দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত দুটি পিলার দেওয়ার জন্য মালিককে পরামর্শ দিয়ে ছিলাম কিন্তু তিনি তা শোনেননি। গেটের বাইরের দিকে বেশিরভাগ স্ল্যাব বের হয়ে ছিল। সকালে ওই স্ল্যাবের সেন্টারিঙ খোলার সময় এ দূর্ঘটনা ঘটে।
ভবন মালিক মোঃ ফাইজ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি চুখের চিকিৎসার জন্য ঢাকা আছেন এবং নকশা অনুযায়ী ডবনের নির্মাণ কাজ হচ্ছে বলে জানান।
শ্রীপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন। ময়নাতদন্তের জন্য লাশ আনতে পূলিশ পাঠানো হয়েছে কিন্তু স্থানীয় লোকজন লাশ দিচ্ছে না। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি যে এ ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে