সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রাস্তা নামে বেশ সুনামসহিত প্রচার প্রচারণা চলছে দেশ বিদেশ হতে আগত ভ্রমণে আসা ভ্রমণ পিপাসু পর্যটক, স্থানীয় ভ্রমণ পিপাসু পর্যটকের ছবি,সেলফি,কনটেন্ট ক্রিয়েটর,ভিডিওগ্রাফি পোষ্টে। ভাইরাল রাস্তার দু পাশে সবুজের সমারোহ চা বাগান পরিবেষ্টিত অধ্যুষিত এলাকা। রাস্তার দু'পাশে সারি সারি শিমূল, কৃষ্ণচূড়া গাছ হতে ফুটন্ত ফুলের সৌন্দর্যে মনে আকৃষ্ট করার জায়গা করে নিয়েছে ভ্রমণ পিপাসু পর্যটকগণের। শুধু পর্যটক না স্থানীয় সাধারণ জনগণ,ছোট শিশু,নারী পুরুষ সবার মনে আকৃষ্ট করেছে শিমূল, কৃষ্ণচূড়া ফুলজ বৃক্ষাদি মাথা উচু করা গাছগুলো। মনকে আকৃষ্ট না এ জায়গাতে আসলে শীতল ছায়া,সবুজ পরিবেশ,ফুলের সৌন্দর্যময়ে ক্লান্তিময় প্রশান্তি অনুভূত হয়।
ভাইরাল রাস্তাটি মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি),ভানুগাছ রোড অবস্থিত বধ্যভূমি পার্শ্বস্থ রাস্তায় দ'পাশে সারি সারি শিমূল, কৃষ্ণচূড়া ফুল গাছের সৌন্দর্যময় রাস্তা। এ রাস্তা দিয়ে আঁকাবাঁকা মেটোপথ অনুসরন করে শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত বিভিন্ন ধরনের হোটেল-মোটেল, কটেজ,নানান পর্যটন স্পট,কমলগন্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্দ্যান,মাধবপুর লেক, শহিদ হামিদুর রহমান স্মৃতিময় স্তম্ভ, হামহাম ঝর্ণা প্রভাত গমন করা যায়। শমসেরনগর গল্ফ মাঠ,শমসেরনগর বিমান বাহিনী ঘাটি অবস্থিত।
ভাইরাল রাস্তা ও পর্যটক স্পট সম্পর্কে জিজ্ঞাসা করিলে পর্যটকগণ বলেন চায়ের রাজধানী শ্রীমঙ্গল আসলেই চায়ের দেশ। চা বাগানের পরিবেশ দেখতে অনেক সুন্দর লাগছে। চা বাগানের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের হোটেল মোটেল, কটেজ ও রিসোর্ট এর সু-ব্যবস্থা রয়েছে। শ্রীমঙ্গলে আসার জন্য যোগাযোগ ব্যবস্থাও ভাল। অতি সহজে আসা যাওয়া করা যায়। পর্যটক এলাকা ও পর্যটন স্পট হওয়ায় এখানে খাবার-দাবার দাম, পর্যটকবাহী জীপ গাড়ি ও অটোরিকশার বাড়তি ভাড়া চেয়ে বসে থাকে। পর্যটন স্পট হিসেবে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করার পরামর্শ ও উদ্দ্যোগ নেওয়ার কথা বলেন।
এছাড়াও ভাইরাল রাস্তার দু'পাশে পার্শ্ববর্তী রোডস্থ শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী আনারাস, লেবু,নাগামরিচ,হস্তশিল্প,কারুশিল্প, প্রভৃতি বেচাকেনা করা হয়।
শ্রীমঙ্গল জোন ট্যুরিষ্ট পুলিশ পরিদর্শক ও ইনচার্জ কামরুল হাসান বলেন আমরা ট্যুরিষ্টদের অতিরিক্ত ভাড়ার বিষয় নিয়ে উপজেলা প্রশাসন ও ট্যুরিষ্ট গাড়ি ড্রাইভার সমিতির সাথে মিটিং বসে পর্যটন স্পট এলাকাসমূহে ন্যায্যগত ভাড়া নির্ধারণ তালিকার কাজ চলমান রয়েছে। অতিদ্রুত উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে পর্যটন স্পটের নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করা হবে।