"জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন এবং দলিত জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে করণীয়" শীর্ষক মতবিনিময় সভা অদ্য রোজ শনিবার ১৭ মে শ্রীমঙ্গল উপজেলার ৭ নং রাজঘাট ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ সেলিম আহমদ ও ইউনিয়ন পরিষদের সদস্য শিপন বিশ্বাস সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য চন্দন বুনার্জী,মোঃ সুন্দর আলী,শৌরী রাজবল্লব,বৈশিষ্ট্য গোয়ালা, সচিব নারায়ন গোস্বামী, অফিস সহকারি পংকজ গৌড় সহ স্থানীয় নারী নেতৃ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা প্রকল্পের সমন্বয়কারী জিয়ানা মাদ্রাজী' র সঞ্চলনায়, আয়োজন করেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন,নাগরিক উদ্দ্যোগ,সহযোগিতায় Brot for die Welt(BdW), FOUNDATION For A JUST SOCIETY( fjs)।