টাঙ্গাইলের সখিপুর উপজেলা একটি পৌরসভা ও দশটি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত

টাঙ্গাইলের সখিপুর উপজেলা একটি পৌরসভা ও দশটি ইউনিয়ন পরিষদ  নিয়ে গঠিত। এর মধ্যে সোমবার কাকরাজান ও মঙ্গলবার বহেড়া তৈল  ইউনিয়ন পরিষদে তালা দিয়ে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ১নংকাকরাজান ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন উপজেলা আওয়ামী লীগের সদস্য। আর ৮নং বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.লীগ নেতা সরকার  নুরে আলম মুক্তা তার অপকর্মের কারণে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত  থাকায় জেলা প্রশাসক তাকে অপসারণ  করে স্থলাভিষিক্ত করেছেন উপজেলার সমাজ সেবা অফিসার মো. মনসুর আহমেদকে। দুই দিনে দুইটি ইউনিয়ন পরিষদে তালা দেওয়ায় অন্যান্য ইউনিয়ন পরিষদে তালা আতঙ্ক বিরাজ করছে।