সদরপুরে আকোরেরচর বাজারের খালে অবাধে বালু উত্তোলন করছে  প্রশাসন নির্বাক এতে হুমকির মুখে ফসলি জমি। 

সরজমিনে দেখাগেছে,আকোটের চর বাজার সংলগ্ন সরকারী খাল হতে গত৫/৭দিনধরে গনেশ প্রশাসনকে  বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেজার  দিয়ে বালু উত্তোলন করে চলছে। অপরদিকে রামনগর খালে কাজিডাঙ্গি কাজল ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেজার  দিয়ে বালু উত্তোলন করে চলছে। 
জানাগেছে, গত সাপ্তাহে কাজল ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় সদরপুর উপজেলা অফিসার জাকিয়া সুলতানা ভ্রাম্যমান আদালতে বালু উত্তোলন সরঞ্জাম পাইপ কুপিয়ে বিনষ্ট করে। গত সপ্তাহে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতে বালু উত্তোলনের সরঞ্জাম পাইপ বিনষ্ট করলেও আবারো বেপরোয়া  ভাবে চলছে  কাজলের অবাধে বালু উত্তোলনের কর্মকাণ্ড। 
কয়েকজন এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, অবৈধ বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় প্রশাসন কোন স্থায়ী ব্যবস্থা নিতে পারছে না। 
এ ব্যাপারে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা কে অবাধে  আকোটের চর বাজার সংলগ্ন গনেশও কাজল  ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে জানালে তিনি জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। 
আব্দুস সালাম মোল্লা।