সদরপুরে ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটার মহা উৎসব চলছে।

ইউনিয়নের উত্তর শৌলডুবি গ্রামে রাতের অন্ধকার গ্রামে  রাতের অন্ধকারে ভেকু দিয়ে গভীর গর্ত করে মাটি কাটার মহোৎসব চলছে। এতে হারিয়ে যাচ্ছে শত বিঘা কৃষি জমি, পরিণত হচ্ছে জলাশয়ে। নিয়মনীতির তোয়াক্কা না করে এভাবে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করে মানচিত্র থেকে উধাও করে দিচ্ছে কৃষি জমি। যদিও কৃষি জমি রক্ষায় সরকারের কড়া নির্দেশ রয়েছে।এরপরও সেগুলো রক্ষা হচ্ছে না। স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হলেও তারা কোনো ব্যবস্থাই নিচ্ছেন না।ভেকু দিয়ে অপরিকল্পিতভাবে ১০ থেকে ২০ ফুট গভীর গর্ত করে কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছেন উপজেলা ফকির ভাটা । এতে ফসলি জমি চিরতরে মানচিত্র থেকে মুছে যাচ্ছে। সেগুলো হয়ে যাচ্ছে জলাশয়। এভাবে গভীর গর্ত করায় পাশের কৃষি জমিও ভেঙে পড়ছে। ফলে কিছু কিছু জমির মালিক বেশি টাকার লোভে মাটি বিক্রি করলেও অনেকেই বাধ্য হয়ে বিক্রি করছেন। গভীর গর্ত করে মাটি কেটে নেওয়ায় বেশ কিছু এলাকায়  শত একর কৃষি জমি জলাশয়ে পরিণত হয়েছে। এছাড়া মাটি ব্যবসায়ীদের থাবায থেকে বাদ যাচ্ছে না খাস জমি, খাল এবং নদ-নদীর তীরও। অপরিকল্পিতভাবে নদ-নদীর পাড় কেটেও বিভিন্ন ইটভাটায় মাটি নেওয়া হচ্ছে। গভীর গর্ত করে মাটি কাটায় পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। যা জলবায়ুর ওপর প্রভাব পড়বে। এভাবে কৃষি জমি নষ্ট করায় ফসল উৎপাদন কমে যাচ্ছে।