ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগে ট্রেইনি ডাক্তারদের শাহবাগ অবরোধ

স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকরা তাদের মাসিক ভাতা 25,000 টাকা থেকে 50,000 টাকা, অর্থাৎ  দ্বিগুণ করার দাবিতে আবারও কর্মবিরতি শুরু করেছেন। রোববার দুপুর দেড়টা থেকে ঢাকার শাহবাগের সড়কে অবস্থান নিয়েছেন চিকিৎসকরা। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষানবিশ চিকিৎসক নাজমুল হাসান মর্নিং পোস্টকে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শহরের মহাসড়কে তাদের বিক্ষোভ চালিয়ে যাবেন। বেসরকারি স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকরা সকাল থেকে বিএসএমএমইউর বটতলায় অবস্থান নিয়ে স্লোগান দেন। স্নাতকোত্তর প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ জাবির হোসেন বলেন, “আমরা সরকারকে দুপুর পর্যন্ত সময় দিয়েছি। এখন সরকার যদি আমাদের সঙ্গে বসতে চায়, সে দরজা খোলা আছে। আর যদি তারা দেখা করতে না চায়, তাহলে রাজপথেই সমাধান পাওয়া যাবে।” জাবির আরও জানান, আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে ছয়জনের একটি প্রতিনিধি দলকে ডেকেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।  স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকরা তাদের ভাতা বৃদ্ধির দাবিতে ২০২২ সাল থেকে আন্দোলন করছেন। ২০২৩সালের জুনে, ৫০০ জনের ও বেশি ডাক্তার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছিলেন। এরপর থেকে তারা বিভিন্ন সময় হাসপাতালের গেট, শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। তারা ব্যাপকভাবে অনশনও করেছেন।