ফরিদপুরের সদরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।


রোববার (১৮ আগষ্ঠ) বিকেল ৫টায় উপজেলার ঢেউখালী ইউনিয়ন পরিষদের সামনে ঢেউখালী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
তালাশ পারভেজ রবি‘র সন্চালনায় ঢেউখালী ইউনিয়নের সাবেক সভাপতি হাকিম বাছাড়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ফরিদপুর জেলা বিএনপি‘র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল হক শাহ্জাদা মিয়া । 
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি‘র যুগ্ন আহবায়ক এ্যাড. আলী আশরাফ নান্নু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহ আলম রেজা। 
এ সময় জহিরুল হক শাহজাদা মিয়া তার বক্তৃতায় বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সবুজ বিপ্লব ও খাল খনন করে কৃষির উন্নয়ন ঘটিয়েছেন। এরপর বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন, সদরপুর কলেজের সাবেক ভিপি খন্দকার মনিরুল হক মনির, সদরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবলু হোসেন মুন্সী, উপজেলা বিএনপি‘র সিনিয়র যুগ্ন আহবায়ক বাহালুল মাতুব্বর, বাবু মোল্লা,  উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সী ইশারত, শাহরিয়ার আল সুমন, এ্যাড. তুহিন মৃধা, মশিউর রহমান, মোহাম্মদ আলী চোকদার, আঃ রহিম, মামুন মোল্লাসহ অনেকে। 
জনসভায় বক্তারা বলেন, দেশের এই সংকটময় সময়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।