ফরিদপুরের সদরপুরে ধর্ষণের পর হত্যা ও অপরদিকে মাদক মামলায় সাজা প্রাপ্ত পলাতক ২ জন আসামীকে গ্রেপ্তার করছে সদরপুর থানা পুলিশ।
বুধবার রাতে উপজেলার আকোটের চর ও চরবিষ্ণপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ধর্ষণ মামলায় ছবুর খালাসি (৪৮) উপজেলার আকোটের চর ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রামের নাছির উদ্দীন খালাসীর পুত্র , অন্যজন মাদক মামলায় সাজা প্রাপ্ত রবিউল বেপারী (২৬) উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নে সমশের মাতুব্বর ডাঙ্গী গ্রামের বাবুল বেপারীর পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, গ্রেপ্তারকৃতদের আজ দুপুরে কোট হাজাতে প্রেরন করা হয়েছে এবং মাদক কারবারি ও অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে অভিযান অব্যহত রয়েছে।