ধামরাই এসডিআই-এ সরকারী প্রতিষ্ঠান ফিমায় প্রশিক্ষনরত ৬৫ জন বিসিএস ক্যাডারের শিক্ষা ভ্রমণ।
০২ জুলাই ২০২৫ ইং তারিখে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমী (ফিমা)-তে প্রক্ষিকণরত ৬৫ জন বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডার পর্যবেক্ষণ ভ্রমণ উপলক্ষ্যে এসডিআই এর সাভার এবং ধামরাই অঞ্চলের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এই সময় সাভারে এসডিআই এর অর্থায়নে পরিচালিত একটি মিনি গার্মেন্টস এবং একটি রপ্তানিযোগ্য হস্তশিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরবর্তীতে সমিতির মাধ্যমে ক্ষুদ্র ঋণ ও অন্যান্য সেবা প্রদানের পদ্ধতি জানার জন্য ধামরাইয়ে এসডিআই এর শ্রীরামপুর গ্রামের পাহাড়িকা মহিলা সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন। যার ফলে ঋণ গ্রহণের মাধ্যমে সদস্যদের ধারাবাহিক অর্থনৈতিক, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় জানতে পারেন। এরপর সুতিপাড়া এমই শাখা এবং এসডিআই এনিম্যাল হেলথ সেন্টারের সহায়তায় পরিচালিত একটি গরুর খামার এবং বাটুলিয়া গ্রামে এসডিআই এর আর্র্থিক সহায়তায় নির্মিত নিরাপদ মিট প্রসেসিং প্লান্টের কার্যক্রম পরিদর্শন করেন। দুপুরের খাবারের পর সুতিপাড়ায় অবস্থিত ফারমার্স ট্রেনিং সেন্টার (এফটিসি) হলরুমে বিসিএস ক্যাডারের ৬৫ জন কর্মকর্তাদের সাথে লার্নিং ও শেয়ারিং সেসন এবং প্রশ্ন-উত্তর পর্বের আয়োজন করা হয়। উক্ত সেসনে এসডিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব সামছুল হক ক্ষুদ্র ঋণ গ্রহণের মাধ্যমে একজন সদস্য কিভাবে উদ্যেক্তায় পরিনত হচ্ছে, কিভাবে তার সামাজিক মর্যাদা এবং জীবণ-যাত্রার মাণ বৃদ্ধি পাচ্ছে তার বিবরণ তুলে ধরেন। সেসনে উপস্থিত ফিমার পরিচালক (প্রশিক্ষণ) জনাব মোহাম্মদ শাহ আলম ও পরিচালক (প্রশাসন) জনাব জহুরা তারা বেগম এসডিআইএর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং যেকোন ধরনের প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। তিনি ভবিষ্যতেও এই ধরনের শিক্ষা সফরে এসডিআইএ আশার অভিমত ব্যক্ত করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য পরিদর্শিত প্রকল্পগুলো পিকেএসএফএর অর্থায়ন ও কারিগরি সহায়তায় পরিচালিত। এই সময় পিকেএসএফ এর ব্যবস্থাপক (প্রশিক্ষণ) কাজী আবুল হাসনাত এসডিআইএর সাথে পিকেএসএফ এর দীর্ঘ দিনের একসাথে পথচলা নিয়ে কথা বলেন। শিক্ষানবীশ ক্যাডাররা তাদের অনুভূতিতে এসডিআই’র কার্যক্রম মানুষের আর্থসামাজিক উন্নয়নে অনুকরণীয় সেবা প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে বলে মন্তব্য করেন এবং পিকেএসএফ ও এসডিআই কর্তৃপক্ষকে আন্তরীক সাধুবাদ জ্ঞাপন করেন।