জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ রোববার ভোরে কাবারিবাড়ি এলাকায় সেনাবাহিনী অভিযান দিয়ে ইয়াবা বডি ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 
         এদের বিরুদ্ধে আজ রোববার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। 
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার আওনা ইউনিয়নের  কাবারিয়া বাড়ি এলাকায় সেজনু মিয়া (৫০) ও এরশাদ (৪২)মিয়া দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক বেচাকেনা করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ীতে অবস্থানরত সেনাবাহিনী ও মাদক অধিদপ্তর জামালপুরের সদস্যদের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান দিয়ে কাবাড়িয়া বাড়ি এলাকার মাদক ব্যবসায়ী সেজন ু ও এরশাদের কাছ থেকে ৬০৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। একই এলাকার মুকুল মিয়ার বাড়ি থেকে এক কেজি ৬৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
       এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর কার্যালয়ের উপপরিদর্শক এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে তিন মাদক ব্যবসায়ীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। 
      সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ দুপুরে তিন মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।