জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় গত রোববার রাতে সরিষাবাড়ী থানা মিলনায়তনে বদলিজনিত ওসি চাঁদ মিয়াকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়

জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় গত রোববার রাতে সরিষাবাড়ী থানা মিলনায়তনে বদলিজনিত ওসি চাঁদ মিয়াকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সরিষাবাটি থানা পুলিশের উদ্যোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সরিষাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি চাঁদ মিয়াকে বাংলাদেশ পুলিশ প্রধান কার্যালয় থেকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। এ উপলক্ষে সরিষাবাড়ি থানা পুলিশ ওসি চাঁদ মিয়াকে বিদায় সংবর্ধনা দেওয়ার আয়োজন করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আরাফাতুল হক খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন। আরো বক্তব্য দেন বিদায়ী সংবর্ধিত ওসি চাঁদ মিয়া। অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন সরিষাবাড়ী থানার এসআই বিকাশ চন্দ্র সরকার, আসাদুজ্জামান, পুলিশ সদস্য সোহাগ মিয়া, আল মামুন প্রমুখ। সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই বিকাশ চন্দ্র সরকার বলেন, শ্বশুরবাড়ি থানার ওসি চাঁদ মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সরিষাবাড়ীর থানার বদলি হওয়া ওসি চাঁদ মিয়া বলেন, দুঃসময়ে সরিষাবাড়ী থানাকে ও জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। পুলিশ বাহিনীতে যতদিন কর্মরত করেছি মানুষের সেবা করে যাব।