তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, প্রশিক্ষণ কেন্দ্র সরিষাবাড়ীর উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরিষাবাড়ী প্রশিক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ও স্বাবলম্বী করে উঠতে চার মাসব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অরুন কৃষ্ণ পাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা মামুন হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, প্রশিক্ষক কাজী ফিরোজ হোসেন, আশিক পাঠান, মনিরা ইয়াসমিন, রুবাইয়াত হিমি, স্মৃতি আক্তার প্রমুখ। জাতীয় মহিলা সংস্থা সরিষাবাড়ী প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কর্মকর্তা মামুন হোসেন বলেন, পাঁচটি বিভাগে ৩৬০ জন নারী প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে নারীদের হাতে প্রশিক্ষণ ভাতার চেক তুলে দেওয়া হয়।