সারাদেশে বিএনপি, জামাত ও তাদের মিত্র দলগুলোর ডাকে অবরোধের চতুর্থ ধাপের আজ প্রথম দিন চলছে। সকাল থেকে রংপুর নগরীর গুরুত্বপূর্ণ জায়গা মর্ডান মোড়, দর্শনার মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, মেডিকেল মোড়, কাচারি বাজার, সিটি কর্পোরেশন, পৌরবাজার এলাকা, জাহাজ কোম্পানির মোড়, শাপলা চত্বর, লালবাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চত্বর, সাতমাথা, রেল স্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা সরেজমিন ঘুরে দেখা গেছে, কোথাও কোনো মিছিল, মিটিং, পিকেটিং কিংবা বিএনপি জামাত সহ তাদের মিত্র দলগুলোর কোন নেতাকর্মী, সমর্থকেরা অবস্থান নেয়নি।

সারাদেশে বিএনপি, জামাত ও তাদের মিত্র দলগুলোর ডাকে অবরোধের চতুর্থ ধাপের আজ প্রথম দিন চলছে।  সকাল থেকে রংপুর নগরীর গুরুত্বপূর্ণ জায়গা মর্ডান মোড়, দর্শনার মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, মেডিকেল মোড়, কাচারি বাজার, সিটি কর্পোরেশন, পৌরবাজার এলাকা, জাহাজ কোম্পানির মোড়, শাপলা চত্বর, লালবাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চত্বর, সাতমাথা, রেল স্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা সরেজমিন ঘুরে দেখা গেছে, কোথাও কোনো মিছিল, মিটিং, পিকেটিং কিংবা বিএনপি জামাত সহ তাদের মিত্র দলগুলোর কোন নেতাকর্মী, সমর্থকেরা অবস্থান নেয়নি।

অনেক সাধারন লোকজনের সাথে কথা বলে জানা গেছে,যারা রংপুর মহানগরীর বাহির থেকে বিভিন্ন কাজের জন্য আসছেন তারা বলছেন, তাদের কার্যক্রম আগের মত স্বাভাবিক চলছে। শহরে অন্যান্য দিনের মতো অটো,রিকশা ভ্যান,বাস মিনিবাস,ট্রাক স্বাভাবিক চলছে। কয়েকজন অটোচালক,রিক্সা চালক, ভ্যানচালকের সঙ্গে কথা বলে জানা গেছে,তারাও তাদের আগের মত গাড়ি চালাচ্ছেন। 

পৌর বাজারে গিয়ে দেখা গেছে,বিভিন্ন ধরনের কাঁচামালও আগের মত ক্রয় বিক্রয় চলছে।তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ,ব্যবসায়ীরা প্রতিটি সবজি কেজি প্রতি মূল্য একটু বেশি ধরছেন।এ ব্যাপারে ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান,অবরোধের কারণে পরিবহন ভাড়া বেশি লাগছে তাই আমরাও সামান্য বেশি নিচ্ছি। রংপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেল,রেলও চলছে সিডিউল মত।যাত্রীও আছে আগের মতন। কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা গেল,দূর পাল্লার বাস না চললেও আশেপাশের জেলা উপজেলাগুলোতে বাস চলাচল করছে।যাত্রীও স্বাভাবিক আছে।

অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে জানা গেছে,তারা গোটা মহানগরীতে আগের চাইতে অনেক বেশি তৎপর।অবরোধকারীরা কেউ বের হলে আমরা তাদের কোথাও দাঁড়াতে দেব না। সার্বিকভাবে দেখা গেল, রংপুরে বিএনপি,জামাত সহ তাদের মিত্রদের ডাকা অবরোধ জনজীবনে তেমন প্রভাব বিস্তার করতে পারেনি।