মানিকগঞ্জ জেলায় সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না সিএনজি স্টেশন। এখানে নিয়মিত চাঁদাবাজি করে আসছিলো আওয়ামী লীগের বিতর্কিত ছাত্র লীগের (১) আলামিন,পিতাঃ- রহিম মিয়া।(২) শামীম, পিতা - আঃ কাদের (৩) ডাকাত মোতালেব (৪) রহিম, পিতা - আক্কাস (৫) আলী মিয়া পিতা মৃত্যু - মজিদ মিয়া (৬) দুলাল মেম্বার শ্রমিক লীগ (৭) তারেক মিয়া পিতা - নয়া মিয়া(৮) আলামিন পিতা শাজাহান ও রানা। সরকারের নিষেধাজ্ঞা সত্বেও উপরোক্ত অপরাধীরা চাঁদা আদায় করছিলো। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মোঃ রাজ্জাক ও যুবদলের মোঃ মানিক এর প্রতিবাদ ও নিষেধ করতে গেলে হঠাৎ করেই আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাসী এদের উপর অতর্কিত হামলা করে। এতে উভয়ের চিৎকারে আশেপাশের সাধারণ মানুষ ছুটে এলে উপরোক্ত অপরাধীরা পালিয়ে যায়। আহত উভয় কে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের দেখতে আসেন সাটুরিয়া উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, জনাব মোঃ আঃ রহমান,সাংগঠনিক সম্পাদক, জনাব মোঃ শাহিন আজাদ বিপ্লব, যুবদলের আহবায়ক, জনাব মোঃ আমীর হামজা,সাধারণ সম্পাদক, জনাব মোঃ ফরিদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, জনাব মোঃ মহসিনউজ্জামান, শ্রমিক দলের সভাপতি জনাব মোঃ মিজানুর রহমান বলেন এ ঘটনার সাথে জরিত সবাইকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করেন। এ রিপোর্ট লেখার সময় প্রশাসনের কাউকে দেখা যায়নি।