সাটুরিয়া এলাকাবাসীর দীর্ঘ ৩০ বছরের বাসস্ট্যান্ড পুনরায় বাসস্ট্যান্ড বহাল রাখার দাবীতে সাটুরিয়া উপজেলা বাসীর মানব বন্ধন কর্মসূচি। দীর্ঘ ৩০ বছরের বাসস্ট্যান্ড হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এতে সাটুরিয়া উপজেলাবাসীসহ এলাকার ব্যবসায়িরা বিপাকে পড়েন। সাটুরিয়া উপজেলা বাসীর ব্যবসায়িক প্রাণ কেন্দ্র রাজধানী ঢাকায়। সাটুরিয়া হতে ঢাকার দূরত্ব ৫০ কিলোমিটার। যাতায়াতের প্রধান বাহন ছিলো মিনি বাস। ভোর ৫.০০ টায় থেকে রাত ১০.০০ পর্যন্ত চলাচল করতো। এখন বাসস্ট্যান্ড না থাকার কারণে ব্যবসায়িক, অফিসগামী ও এলাকাবাসী চরম দুর্ভোগ পরেছেন এবং পোহাতে হচ্ছে। ব্যবসায়ীরা যাতায়াতের সু- নির্দ্দিষ্ট কোনো বাহন না থাকায় বিভিন্ন ধরনের সিএনজি ও অটোরিকশা করে কালামপুর বা গোলড়া বাসস্ট্যান্ডে নেমে বিভিন্ন যানবাহনে যাতায়াত করছে। এতে সাটুরিয়া বাজার ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। মলমপার্টির কবলে পরে অনেক ব্যবসায়ি হয়েছে সর্বশান্ত। এ বিষয়ে জানতে কথা হয় কাউন্টার সুপারভাইজার মোঃ আমিনুর ইসলাম এর সাথে। তিনি বলেন সাটুরিয়াতে ৩০ বছর যাবত বাস চলাচল করেছে, হঠাৎ কি এমন ঘটলো বাসস্ট্যান্ড অন্যত্র সরে গেলো। পরে জানাতে পারি আওয়ামী লীগের কিছু স্বার্থনেসী মহল অর্থের কাছে নিজিকে বিক্রি করে দিয়ে বাসস্ট্যান্ড সরিয়ে দিয়েছে। একই কথা বলেন সুপারভাইজার মোঃ আব্দুল মালেক। তাদের দাবী সাটুরিয়া বাসস্ট্যান্ড পুনরায় চালু হোক। এলাকা বাসীর জোর দাবী প্রসাশনের সু- নজর দিলেই ফিরে পেতে পারি আমাদের সাটুরিয়া বাসস্ট্যান্ড। সুশীল সমাজ ও এলাকাবাসী চায় প্রশাসন সাটুরিয়া উপজেলা বাসীর এই দাবী অতি শীগ্রই পূরণ করবে।