"একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১১ জুলাই থেকে ২৫ জুলাই ২০২৫ পর্যন্ত অর্ধ-মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে চন্দনাইশ উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সাতবাড়িয়া ব্লাড ডোনার সোসাইটি।
গতকাল( শুক্রবার) ১০টা সাতবাড়িয়া ইউনিয়নের ছলিয়ার পাড়ায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয় এবং স্থানীয় ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ব্লাড ডোনার সোসাইটি'র এডমিন মুহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ ইরফান, ছলিয়ার পাড়ার বিশিষ্ট সমাজসেবক জনাব শোয়াইব ভাই এবং মডারেটর ইমতিয়াজ উদ্দিন ফাহাদ, এস.এম বায়েজিদসহ অন্যান্য স্বেচ্ছাসেবক বন্ধুগণ।
প্রতিষ্ঠার শুরু থেকেই সাতবাড়িয়া ব্লাড ডোনার সোসাইটি একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রায় চার বছরের এই যাত্রায় সংগঠনটি বিভিন্ন জাতীয় ও সামাজিক প্রয়োজনে সক্রিয় অংশগ্রহণ করেছে এবং জনগণের ভালোবাসা অর্জন করেছে।
উক্ত আয়োজনে উপস্থিত অতিথিরা বলেন প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। আমরা সকল স্বেচ্ছাসেবী ভাই ও বোন, ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণকে এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানাই।
চলুন, সবাই একটি করে গাছ লাগিয়ে গড়ি সবুজ বাংলাদেশ।