বাংলাদেশজুড়ে আবারও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (২০ জুলাই) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে, যা সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারি বর্ষণ ঘটাতে পারে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশে মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি মাত্রায় সক্রিয়।
যেসব বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা? রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিশেষ করে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
যদিও বৃষ্টিপাত বাড়ছে, তবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হবে। আবহাওয়াবিদদের মতে, এ সময়কার বৃষ্টির বৈশিষ্ট্যই এমন যে, বৃষ্টি হলেও গরম খুব একটা কমে না।
গত ২৪ ঘণ্টায় (১৯ জুলাই সকাল ৬টা থেকে ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ১১৪ মিলিমিটার। ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা আজ ভোর ৬টায় ছিল ৮৯ শতাংশ।