নাটোরের সিংড়ায় বিএনপির অফিস থেকে দেশীয় অস্ত্রসহ কুদ্দুস আকন্দ (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাতে সিংড়ার বামিহাল এলাকায় যৌথবাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সিংড়া থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম।
এসময় বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র, টেটা, বল্লম উদ্ধার করা হয় বলে জানান ওসি।
প্রেপ্তার আব্দুল কুদ্দুস আকন্দ সিংড়া উপজেলার বামিহাল গ্রামের প্রয়াত খোকা আকন্দের ছেলে।
ব্যক্তিগত উদ্যোগে বিএনপির অফিস খুলে এলাকায় ত্রাসের সৃষ্টি করেছেন তিনি এমন অভিযোগ করেছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত উদ্যোগে বামিহালে বিএনপির পার্টি অফিস খুলে এলাকায় চাঁদাবাজি, ভূমি ও পুকুর দখল করে আসছিল কুদ্দুস আকন্দ। সেসব তথ্যের ভিত্তিতে রোববার মাঝরাতে সেই পার্টি অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
এ ব্যাপারে জানতে চাইলে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, কুদ্দুস আকন্দ আগে থেকেই চিহ্নিত ও প্রমাণিত সন্ত্রাসী। সে দলের কেউ না, বিগত কয়েক বছর আওয়ামী লীগ করেছে, তার আগে বিএনপি করেছে। আবার ৫ তারিখ থেকে বিএনপি করতেছে। সে সবসময় সরকারি দলের ছত্রছায়ায় থাকতে চায়। দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার দায়ে আমরা তার বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছি বলে জানান দাউদার মাহমুদ।
সিংড়া থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, কুদ্দুস আকন্দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।